আর কিছুদিন পরেই বিয়ের মরসুম। তারপরেই আসছে পুজো। তাই এখন থেকেই সোনাদানা কিনে রাখেন অনেকেই। বাজারে সোনা-রুপোর দাম কত চলছে? কীভাবে বুঝবেন? দোকানে যাওয়ার আগে দাম যাচাই করে নিতে পারেন এবিপি লাইভ দেখে। দামের তথ্য জানাচ্ছে, স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) কলকাতায় ২৪ ক্যারেটের সোনার দাম (Fine Gold 995) রয়েছে প্রতি গ্রাম ৫৯৩২ টাকা। এদিন ২২ ক্যারেটের সোনা কিনতে গেলে প্রতি ১ গ্রামের জন্য দাম পড়বে ৫৭৩০ টাকা। এদিন ২২ ক্যারেটের সোনা বিক্রি করতে গেলে প্রতি ১ গ্রামের জন্য দাম পাওয়া যাবে ৫৩৯৮ টাকা। এদিন ১৮ ক্যারেটের সোনার দাম প্রতি ১ গ্রামে ৪৭২২ টাকা রূপার দাম: এদিন প্রতি ১ কেজি রূপা (৯৯৯)-এর দাম ৭৪৫৪৮ টাকা সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।