যদি আপনি গুগল ব্যবহারের সময় সতর্ক না হন, তাহলে আপনার সমস্যা বাড়তে পারে। আসলে গুগলের নিজস্ব নিয়ম-কানুন আছে।

ABP Ananda

আপনি যদি গুগলে এমন কিছু সার্চ করেন যা গুগলের নিয়মের পরিপন্থী, তাহলে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

ABP Ananda

গুগলে চাইল্ড পর্ন সার্চ করা বা দেখা এমনকী এই সম্পর্কিত কিছু শেয়ার করা অপরাধ। আপনি যদি এইগুলির মধ্যে যেকোনও একটি করছেন, তাহলে আপনার বিরুদ্ধে মামলা করা হতে পারে।

ABP Ananda

বোমা কীভাবে তৈরি করা যায়, এই ধরনের বিষয় গুগলে সার্চ করা এড়িয়ে চলা উচিত। সাইবার সেল সবসময় এই ধরনের অনুসন্ধানে নজর রাখে।

ABP Ananda

ভারতে গর্ভপাত সংক্রান্ত কিছু আইন করা হয়েছে, যার অধীনে ডাক্তারের পরামর্শ ছাড়া গর্ভপাত করা যায় না।

অতএব, গুগলে গর্ভপাতের পদ্ধতি অনুসন্ধান করাও অপরাধ, যার জন্য আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে।

তাই এবার থেকে সতর্ক হয়ে তবেই গুগল সার্চে কিছু লিখুন।

অন্যথায় কেবল জানার আগ্রহ আপনাকে জেলে পৌঁছে দিতে পারে।

অন্তত তেমনই নিয়ম রয়েছে গুগলের। ভারতে যা কঠোরভাবে মানার নির্দেশ রয়েছে।

অতীতে জঙ্গীদের কার্ষকলাপ ধরা গেছে এই ধরনের অনেক সার্চ থেকে। সন্দেহভাজনদের গুগল সার্চ দেখেই তাদের ওপর নজর রাখা শুরু করে গোয়েন্দারা।

ABP Ananda