আইফোন ১২- র দামে ব্যাপক ছাড় রয়েছে ই-কমার্স সংস্থা অ্যামাজনে। অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল ২০২২ শুরু হয়ে গিয়েছে প্রাইম মেম্বারদের জন্য। ফলে আইফোন ১২ বর্তমানের বাজার দর থেকে ১৬ হাজার টাকারও কমে কিনতে পারবেন অ্যামাজনের প্রাইম মেম্বাররা। অ্যামাজনের ওয়েবসাইটেই আইফোন ১২- র দাম ছিল ৫৯,৯০০ টাকা। তবে বর্তমানে অ্যামাজনের সাইটেই আইফোন ১২- র ছাড়প্রাপ্ত দাম ৪২,৯৯৯ টাকা যুক্ত হয়েছে। অর্থাৎ আইফোন ১২- র দাম কমেছে ১৬,৯০১ টাকা। অ্যামাজনের সেলে এই ব্যাপক পরিমাণ অফার পাওয়া যাবে। এরপরে আরও ছাড় পেতে পারেন ক্রেতারা। সেটা কীভাবে জেনে নিন। যদি আপনার কাছে এসবিআইয়ের ক্রেডিট কার্ড থাকে তাহলে ১২৫০ টাকা ছাড় পাবেন। অর্থাৎ অ্যামাজন থেকে আইফোন ১২ কেনা যাবে ৪১,৭৪৯ টাকায়। এক্সচেঞ্জ অফারও পাওয়া যেতে পারে ১৪,৪৫০ টাকা। এক্ষেত্রে ফোনের কন্ডিশনের উপর নির্ভর করবে ছাড়ের পরিমাণ।