এবার থেকে হোয়াটসঅ্যাপে কল করলেও দিতে হতে পারে টাকা। আগামী দিনে এমনই নিয়ম আনতে পারে সরকার।

ABP Ananda

আপাতত সেই লক্ষ্যে নতুন বিলের খসড়া তৈরি করেছে কেন্দ্র। ইতিমধ্য়েই টেলিকম বিলের সেই খসড়া প্রকাশ করেছে মোদি সরকার।

ABP Ananda

বিলের খসড়াতে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মাধ্যমে কল বা বার্তা পাঠানোর সুবিধাটি আগামী দিনে টেলিকম পরিষেবা হিসাবে বিবেচিত হবে।

ABP Ananda

পরবর্তীকালে এর জন্য এই হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মতো প্রতিষ্ঠানগুলিকে আলাদা করে লাইসেন্স নিতে হবে।

ABP Ananda

বহুদিন ধরেই হোয়াটসঅ্যাপ, ফেসবুকের বিরুদ্ধে কল নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে অভিযোগ জানাচ্ছে টেলিকম সংস্থাগুলি।

ABP Ananda

হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মতো প্ল্যাটফর্মগুলি কেন গ্রাহকদের মেসেজিং বা কলিং পরিষেবা সরবরাহ করছে তা নিয়ে প্রশ্ন তুলেছে এই কোম্পানিগুলি।


এদের অভিযোগ, এর ফলে আর্থিক ক্ষতি হচ্ছে সংস্থাগুলির। টেলিকম কোম্পানিগুলির এই অভিযোগের পরই জনগণের মতামত জানতে খসড়া বিলটি প্রকাশ্যে আনা হয়েছে।

২০ অক্টোবরের মধ্যে এই বিলের বিধান সম্পর্কে জনগণ তাদের মতামত জানাতে পারবে। জনগণের মতামত পাওয়ার পর বিলটি সংসদে তোলা হবে।

ABP Ananda

নতুন টেলিকম বিল নিয়ে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, সাইবার জালিয়াতি রোধে প্রস্তাবিত বিলে এই ধরনের অপরাধের শাস্তি বাড়ানোর বিধান রাখা হয়েছে।

এবার থেকে লোন, ক্রেডিট কার্ড বা লটারি জেতার অছিলায় ফোন করে আপনাকে 'উত্তক্ত' করতে পারবে না কেউ। ফোন এলেই জানতে পারবেন কে রয়েছে অপর প্রান্তে।