আজ থেকে শুরু হচ্ছে জি বাংলার নতুন ধারাবাহিক 'গৌরী এল'

পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের হাত ধরেই টেলিভিশনের পর্দায় অভিষেক ঘটছে আরও এক নতুন মুখের।

মেঘনা মাইতি। ট্যালেন্ট হান্ট শো ডান্স বাংলা ডান্স-এ অংশগ্রহণ করেছিলেন মেঘনা।

ডান্স রিয়্যালিটি শো-এর সেই প্রতিযোগীই এবার আসতে চলেছেন অভিনেত্রী হিসেবে।

মোহনার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে বিশ্বরূপ চট্টোপাধ্যায়কে।

এই ধারাবাহিকে থাকছেন ছোটপর্দা ও বড়পর্দার এক ঝাঁক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী।

'গৌরী এল'-র প্রোমো থেকেই আঁচ করা যায়, 'ত্রিনয়নী'-র মতো গৌরীও অলৌকিক ক্ষমতাসম্পন্ন

প্রতিষ্ঠিত দেবী ঘোমটা কালীর পুজোর দিন বাড়িতে পা রাখবে গৌরী। অন্যদিকে বিশ্বরূপের চরিত্র একজন চিকিৎসকের।

এই ধারাবাহিকের গল্পের থাকছে আলৌকিকের ছোঁয়া। ২৮ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার সন্ধে সাড়ে সাতটা থেকে দেখা যাবে এই নতুন ধারাবাহিক।

একদিকে ধর্ম, বিশ্বাস, অন্যদিকে বিজ্ঞান, দুয়ের টানাপোড়েনে এগোবে গল্প।