ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক 'গুড্ডি', অনুজ, গুড্ডি এবং শিরিন। তিনজনের সম্পর্কের টানাপোড়েন গুড্ডি ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি 'ধ্রুবতারা'-র পর এই ধারাবাহিকের হাত ধরেই ফের প্রধান চরিত্রে ফিরেছেন শ্যামৌপ্তি মুদলি হঠাৎই একটা ঘটনায় বদলে যায় সব সম্পর্কের সমীকরণ, লীনা গঙ্গোপাধ্যায়ের গল্প নিয়ে জমজমাট নতুন ধারাবাহিক গুড্ডি এর আগে বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করেছেন গুড্ডি ওরফে শ্যামৌপ্তি মুদলি সোশ্যাল মিডিয়াতেও তিনি খুবই সক্রিয় থাকেন, নানা সময়ে নানা ক্যামেরাবন্দি মুহূর্ত পোস্ট করে থাকেন গুড্ডি-অনুজের স্বামী - স্ত্রীর সম্পর্ক কি এবার শুরুর পথে? তা জানতে চোখ রাখতে হবে টিভির পর্দায় 'গুড্ডি' ধারাবাহিক দিয়ে ছোট পর্দার পরিচিত মুখ হয়ে উঠলেও ক্যামেরার সামনে এই প্রথমবার অভিনয় করছেন না শ্যামৌপ্তি এর আগে তিনি একাধিক ধারাবাহিকে অভিনয় করেন, মুখ্য চরিত্রেও দেখা গিয়েছে তাঁকে গুড্ডি কি স্বামী হিসেবে পাবে অনুজকে? জানতে চোখ রাখুন টিভির পর্দায়