দুর্গাপুজোর বাকি আর ৯৯ দিন৷ গত ২ বছর করোনা ওলটপালট করে দিয়েছিল যে সব হিসেব-নিকেশ, তাকেই আবার নতুন করে গুছিয়ে নেওয়ার পালা। শিল্পীদের সেই পুরনো ব্যস্ততা পুজোর আঁতুড়ঘরে। বাংলার ঘরে ঘরে আবার আলো করে আসুক মা- এই প্রার্থনা নিয়েই আলোর বেণু বেজে ওঠার প্রহর গোণা শুরু। আকাশজুড়ে এখন বর্ষামঙ্গল। বাদল বেলা শেষে আসবে শরত্ হেসে। গত ২ বছর সব কিছু ওলটপালট করে দিয়েছ অতিমারি! বিধি মেনে উত্সব পালিত হয়েছে নমো নমো করে। এ বছর যেন পুরনো মুডে ফেরা। হারানো সুর ফিরে পাওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে পাড়ায় পাড়ায়। বাঁশ-খড়ের কাঠামোর ওপর মাটির প্রলেপে একটু একটু করে জেগে উঠছেন মৃন্ময়ী মা। এরই মাঝে UNESCO-র Intangible Cultural Heritage তকমা পেয়েছে কলকাতার দুর্গাপুজো। সব মিলিয়ে উত্সব ঘিরে তৈরি হয়েছে নতুন উন্মাদনা। আগামী ১ সেপ্টেম্বর শোভাযাত্রা করে ইউনেস্কোকে ধন্যবাদ জানানো হবে। চলছে তারও প্রস্তুতি।