পর্দায় এক গৃহবধূর গল্প বলছে 'শ্রীমতী', গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছে বরখা বিস্ত সেনগুপ্ত

সাদামাটা জীবনযাপন, সংসার সামলানো আর তার মধ্যেই নিজেকে খুঁজে পাওয়ার গল্প বলবে অর্জুন দত্তের 'শ্রীমতী'।

গল্পে পরিচারিকার ভূমিকায় রয়েছেন অভিনেত্রী খেয়া চট্টোপাধ্যায়।

এই ছবিতে প্রথমবার জুটি বাঁধলেন স্বস্তিকা মুখোপাধ্যায় ও সোহম চক্রবর্তী

'গুলদস্তা'-র পরে অর্জুন দত্তের পরিচালনায় এটি দ্বিতীয় কাজ স্বস্তিকা।

ছবিতে বরখা বিস্ত দত্তের চরিত্রের নাম মল্লিকা

এই ছবিতে বড়পর্দায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তৃণা সাহাকে।

'শ্রীমতী' বার্তা দেবে সংসারের মধ্যে থেকেই নিজের ভালোলাগাকে খুঁজে নেওয়ার।

খেয়ার সঙ্গে স্বস্তিকার দীর্ঘদিনের বন্ধুত্ব, এই ছবিতে একসঙ্গে কাজ করতে পেরে খুশি দুজনেই।

ছবিতে স্বস্তিকার চরিত্রের নাম শ্রীমতী, সোহমের চরিত্রের নাম অনিন্দ্য