গরমে খোলা চুলে বাইরে বেরোবেন না। চুল বেঁধে বাইরে যান। স্কার্ফ বা টুপিতে ঢেকে রাখুন চুল।
গরমে হেয়ার ড্রায়ারের ব্যবহার এড়িয়ে চলাই ভাল।
শুধু মুখে নয়, রোদে বেরোনোর আগে চুলে আর স্ক্যাল্পে সানস্ক্রিন লাগিয়ে মাসাজ করে নিন।
আর্দ্রতা চুলে ধরে রাখতে কন্ডিশনিংয়ের পাশাপাশি থেরাপিউটিক হেয়ার অয়েল মাসাজ করুন।
গরমে পারলে একদিন ছাড়া ছাড়া শ্যাম্পু করুন। নাহলে স্ক্যাল্পে ঘাম জমে চুলের ক্ষতি হতে পারে।
চুল কালার করতে হলে অ্যামোনিয়া ফ্রি হেয়ার কালার ব্যবহার করুন। এটি কালারের পার্শ্বপ্রতিক্রিয়া থেকে রক্ষা করে।
বাজার চলতি মাস্ক ব্যবহার না করে বাড়িতেই অ্যালোভেরার মাস্ক বানিয়ে ব্যবহার করতে পারেন।
হাতের কাছে রাখুন হাইড্রেটিং হেয়ার টোনার। এতে চুল রুক্ষ হবে না।
গরমে চুলে কম তেল মাখাই ভাল। তেলে আরও বেশি ঘাম হয়। ঘাম জমে চুলের ক্ষতি হতে পারে।
সমস্ত দেখুন
পোশাক নিয়ে ট্রোলড কিয়ারা
বিতর্ক ও কঙ্গনা
গোলাপি শাড়িতে নজরকাড়া কিয়ারা
স্নান করার সঠিক পদ্ধতি