গোলাপি ফ্লোরাল শাড়িতে নজরকাড়া কিয়ারা আডবাণী।
'ভুলভুলাইয়া ২' -এর প্রচারে গোলাপি শাড়িতে সেজে এসেছিলেন কিয়ারা।
কানে ভারি ঝুমকো পরেছিলেন কিয়ারা, তবে গলা ছিল খালি।
মাথার চুল পনিটেল করে বাঁধা ছিল কিয়ারার।
গতকাল ডেনিম পোশাকে প্রচারে হাজির হয়েছিলেন কিয়ারা।
আজ তাঁকে শাড়িতে দেখে মুগ্ধ অনুরাগীরা।
কেবল কিয়ারা নয়, এদিন হাজির ছিলেন ছবির অন্যান্য তারকারাও।
'ভুল ভুলাইয়া' ছবির সিক্যুয়েল 'ভুল ভুলাইয়া টু'
প্রথম ছবিতে অভিনয় করতে দেখা যায় অক্ষয় কুমার, শাইনি আহুজা, বিদ্যা বালান, পরেশ রাওয়াল, আমিশা পটেল, রাজপাল যাদবকে
এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন কার্তিক আরিয়ান, কিয়ারা আডবাণী এবং তব্বু