শীত হোক বা গরম, চুলের যত্ন নিতে হয় বছরভর ঘরোয়াভাবেই তৈরি করা যায় মাথার তেল প্রয়োজন শুদ্ধ নারকেল তেল, তার সঙ্গে লাগবে জবাফুল এবং জবা গাছের পাতা ফেনুগ্রিক বীজের দানা, হেনা পাতাও প্রয়োজন অ্যালোভেরা চুলের জন্য ভাল। এই তেলে দিতে পারেন অ্যালোভেরার জেল। কারিপাতা গাছ হাতের কাছে থাকলে, সেই পাতাও ব্য়বহার করতে পারেন। ২ কাপ নারকেল তেলের মধ্যে এক কাপের চার ভাগ আয়তনের জবাফুল ও পাতার পেস্ট সেখানে ফেনুগ্রিক বীজ. হেনা পাতা ও অ্য়ালোভেরা জেল মিশিয়ে দিন এবার পুরোটা আধঘণ্টা মতো অল্প আঁচে ফুটিয়ে ঠান্ডা করে নিলেই তৈরি তেল। ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় পদ্ধতির জন্য অথবা কোনও সমস্যা হলে বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন।