রাতে চুলে তেল দেয়া কতটা উপকারী? রাতে চুলে তেল দেওয়া ক্ষতিকর না ভাল? চুলের বাইরের আবরণকে সুস্থ রাখতে অনেকেই তেল মাথার স্ক্যাল্প ও চুলে ব্যবহার করেন দীর্ঘ সময় তেল মাথায় থাকলে চুল বেশি পুষ্টি পাবে বিষয়টি মোটেও সে রকম নয় সারা রাত তেল মাথার স্ক্যাল্প ও চুলে থাকলে তা চুলের গোড়াকে নরম করে ফেলে মাথার স্ক্যাল্পে দীর্ঘ সময় তেল থাকায় সেখানে ময়লা আটকে থাকার সুযোগ পায় তেলের সম্পূর্ণ পুষ্টিই চুল ও মাথার ত্বক পাওয়ার সুযোগ পাবে মাথার স্ক্যাল্পে দীর্ঘ সময় তেল থাকায় সেখানে ময়লা আটকে থাকার সুযোগ পায়