Image Source: Pixabay/Pexels

শরীরের পাশাপাশি খেয়াল রাখতে হয় মানসিক স্বাস্থ্যেরও। তা ভাল রাখতেই উপায় হতে পারে সুদোকু।

Image Source: Pixabay/Pexels

এটি সংখ্যার খেলা। বিশ্বে অত্যন্ত জনপ্রিয় এই খেলা বিভিন্ন সংবাদপত্র, পত্রিকায় নিয়মিত বেরোয়।

Image Source: Pixabay/Pexels

সুদোকু খেলার অভ্যাসের একাধিক উপকারিতা রয়েছে।

Image Source: Pixabay/Pexels

সুদোকু খেলতে মনসংযোগ দরকার। যত বেশি সুদোকু খেলার অভ্যাস হবে তত বেশি করে মনসংযোগের উপর নিয়ন্ত্রণ তৈরি হবে।

Image Source: Pixabay/Pexels

স্ট্রেস ও উদ্বেগ কমাতে, মন শান্ত করতে কার্যকরী।

Image Source: Pixabay/Pexels

সুদোকুতে নির্দিষ্ট যুক্তি ধরে উত্তর খুঁজতে হয়। ফলে যুক্তি দিয়ে চিন্তা করার অভ্যাস তৈরি হয়।

Image Source: Pixabay/Pexels

প্রতিটি ধাপ মনে রেখে খেলতে হয় সুদোকু। নিয়মিত খেললে স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে।

Image Source: Pixabay/Pexels

যেহেতু মস্তিষ্কের কাজ হয় তাই অ্যালঝেইমার্স দূরে রাখতে সাহায্য করে বলে জানা যায়।

Image Source: Pixabay/Pexels

দীর্ঘ সময়, টানা মনসংযোগ এবং বারবার চেষ্টার পরে মেলে কাঙ্খিত উত্তর। সফল হলে মানসিকভাবে খুশি হওয়া যায়।

Image Source: Pixabay/Pexels

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।