Image Source: Pixabay/Pexels

ভারী ব্রেকফাস্ট? বা দুপুরে-রাতে বেশি খাওয়া? এমন হলে অনেকসময়েই অস্বস্তি হয়।

Image Source: Pixabay/Pexels

ওযুধ বা টোটকার উপরেই ভরসা করতে হয় তখন।

Image Source: Pixabay/Pexels

দিনে ভারী খাবার খাওয়ার পর হাঁটলে হৃদরোগের ঝুঁকি কমে।

Image Source: Pixabay/Pexels

বাড়ির ভিতরে বা ছাদেও হাঁটাহাঁটি করতে পারেন।

Image Source: Pixabay/Pexels

খাবারের পর হালকা হাঁটাহাঁটি করলে বিপাক প্রক্রিয়া ঠিকমতো হয়।

Image Source: Pixabay/Pexels

তাড়াতাড়ি খাবার হজমে সুবিধা হয়। সারা শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়।

Image Source: Pixabay/Pexels

সম্প্রতি স্পোর্টস মেডিসিন জার্নালে প্রকাশিত হয়েছে একটি গবেষণাপত্র।

Image Source: Pixabay/Pexels

বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, খাবারের পর হাঁটার অভ্যাস থাকলে তা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে

Image Source: Pixabay/Pexels

ডায়াবেটিস রোগীদের জন্য, রক্তে শর্করার মাত্রার দ্রুত ওঠানামা অত্যন্ত ক্ষতিকারক। ফলে তাঁদের এই অভ্যাস অত্যন্ত প্রয়োজনীয়।

Image Source: Pixabay/Pexels

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতির জন্য বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন।