খুব অল্প বয়স থেকেই অভিনয় এবং মডেলিংয়ে আসেন আয়েশা টাকিয়া ফাল্গুনি পাঠকের 'মেরি চুনর উড় উড় গয়ি' কিংবা 'নেহি নেহি অভি নেহি', মিউজিক ভিডিও দিয়ে নজর কাড়েন একাধিক ছবিতে অভিনয় করেছেন আয়েশা টাকিয়া, বাক্স অফিসে সাফল্যে সঙ্গে তাঁর অবিনয়ও প্রশংসিত হয় মাত্র ১৩ বছর বয়স থেকে মডেলিং শুরু করেন আয়েশা টাকিয়া, কমপ্ল্যানের বিজ্ঞাপনে তাঁকে দেখা যায় শাহিদ কপূরের সঙ্গে বড় পর্দায় আয়েশা টাকিয়ার ডেবিউ হয় 'টারজান দ্য ওয়ান্ডার কার' ছবি দিয়ে 'দিল মাঙ্গে মোর', 'সোচা না থা', 'শাদি নং ওয়ান' আরও বেশ কিছু ছবিতে অভিনয় করেন তিনি কেবলমাত্র হিন্দি ছবিতেই নয়, আয়েশা টাকিয়াকে দেখা গিয়েছে দক্ষিণী ছবিতেও গুঞ্জন শোনা যায় যে, ঠোঁটে সার্জারি করিয়েছেন আয়েশা টাকিয়া, ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ট্রোলের শিকার হন অভিনেত্রী অভিনয় থেকে দূরে, স্বামী, সন্তান, সংসার নিয়ে পুরোদস্তুর সংসারী আয়েশা টাকিয়া সলমন খানের সঙ্গে 'ওয়ান্টেড' ছবিতে জুটি বাঁধেন আয়েশা, তাঁর কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি 'ওয়ান্টেড'