সন্ধের মধ্যমণি তিনিই। নীল গাঢ় কাজ করা শাড়ি, ভারী গয়না আর মাথার খোঁপায় তাঁর সাজ সম্পূর্ণ।

প্রেক্ষাগৃহের অন্ধকারে তখন তিনি 'মহানন্দা'। তার মধ্যেই প্রেক্ষাগৃহের বাইরে সবার সঙ্গে হাসিমুখে কথা বলছিলেন গার্গী রায়চৌধুরী

বড়পর্দায় 'মহানন্দা'। কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন? গার্গী বললেন, 'অবশ্যই ভালো'

গার্গী বললেন, 'আমায় দর্শকেরা ভালোবাসেন, চান আমার ভালো হোক'

গার্গী বলছেন, 'আমায় নিজেদের লোক বলেই মনে করেন সবাই। সেই অধিকারবোধ থেকেই বলব হলে এসে বাংলা ছবি দেখুন।'

ছবি নিয়ে উচ্ছ্বসিত সঙ্গীতশিল্পী থেকে শুরু করে পরিচালক।

পরিচালক অরিন্দম শীল এই ছবি নিয়ে বলেছেন, 'যে ইতিহাস আমার জানি না তাকে বহন করে মহাশ্বেতা।'

মহাশ্বেতা দেবীর জীবন আধারিত ছবি 'মহানন্দা'।