প্রবীণ নাগরিকদের জন্য নতুন স্কিম নিয়ে এসেছে সরকার। প্রধানমন্ত্রী বয়ঃ বন্দনা যোজনায় বিনিয়োগ করলে বয়সকালে রয়েছে নিশ্চিত পেনশনের সুবিধা।

দেশের প্রবীণ নাগরিকদের কথা মাথায় রেখে ২০১৭ সালের ৪ মে এই যোজনা চালু করে কেন্দ্রীয় সরকার।

প্রধানমন্ত্রী বয়ঃ বন্দনা যোজনা হল একটি সামাজিক নিরাপত্তা স্কিমের পেনশন পরিকল্পনা যা LIC নিয়ন্ত্রণ করে।

বার্ষিক ৭.৪ শতাংশ সুদের হারে ১০০০ টাকা থেকে ৯২৫০ টাকা পর্যন্ত এই স্কিমে পেনশন পাওয়া যায়।

৬০ বছরের বেশি বয়সী সকল নাগরিক ৩১ মার্চ, ২০২৩ এর আগে এই স্কিমে ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন।

ন্যূনতম ১.৫০ লক্ষ টাকা বিনিয়োগ করলে, তাহলে প্রতি মাসে ১০০০ টাকা পেনশন পাবেন। একইভাবে ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে প্রতি মাসে ৯২৫০ টাকা পেনশন পাবেন বিনয়োগকারী।

আপনি যদি এই স্কিমে ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে প্রতি মাসে ৯২৫০ টাকা পেনশন পাবেন।

যদি স্বামী-স্ত্রী একসঙ্গে এই স্কিমে বিনিয়োগ করেন তাহলে বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৩০ লক্ষ টাকা। সেই ক্ষেত্রে ২ জনের পেনশন হবে প্রতি মাসে ১৮,৫০০ টাকা।


এই স্কিম অনুসারে বিনিয়োগকারী পেনশনের প্রথম কিস্তি ১ বছর, ৬ মাস, ৩ মাস, ১ মাস অর্থ জমা দেওয়ার পরে তুলতে পারেন।