প্রবীণ নাগরিকদের জন্য নতুন স্কিম নিয়ে এসেছে সরকার। প্রধানমন্ত্রী বয়ঃ বন্দনা যোজনায় বিনিয়োগ করলে বয়সকালে রয়েছে নিশ্চিত পেনশনের সুবিধা।
দেশের প্রবীণ নাগরিকদের কথা মাথায় রেখে ২০১৭ সালের ৪ মে এই যোজনা চালু করে কেন্দ্রীয় সরকার।
প্রধানমন্ত্রী বয়ঃ বন্দনা যোজনা হল একটি সামাজিক নিরাপত্তা স্কিমের পেনশন পরিকল্পনা যা LIC নিয়ন্ত্রণ করে।
যদি স্বামী-স্ত্রী একসঙ্গে এই স্কিমে বিনিয়োগ করেন তাহলে বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৩০ লক্ষ টাকা। সেই ক্ষেত্রে ২ জনের পেনশন হবে প্রতি মাসে ১৮,৫০০ টাকা।