আজ জন্মদিন বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রীর, জেনে নেওয়া যাক অজানা কিছু তথ্য রাজকীয় পরিবারে জন্ম ভাগ্যশ্রীর, মহারাষ্ট্রের সাংলির রাজকীয় পরিবারের কন্যা তিনি সাংলির রাজা বিজয় সিংহরাও মাধবরাও পতওয়ারধনের বড় মেয়ে ভাগ্যশ্রী জানা যায়, হিমালয়কে পছন্দ ছিল না ভাগ্যশ্রীর পরিবারের, তাই মন্দিরে গিয়ে বিয়ে করেন তাঁরা হিমালয় দাসানিকে বিয়ে করে সংসার সামলানোকেই বেছে নেন অভিনেত্রী বহু ছবির প্রস্তাব তিনি সেসময়ে ফিরিয়েছিলেন স্বামী হিমালয় দাসানির সঙ্গে ছবি করেছেন ভাগ্যশ্রী 'মর্দ কো দর্দ নেহি হোতা' ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ হয় ভাগ্যশ্রীর ছেলের ছেলের অভিনয় কেরিয়ারের জন্য নানা পরামর্শ দিতেন অভিনেত্রী বর্তমানে বেশ কিছু ছবিতে অভিনয় করছেন ভাগ্যশ্রী, তাঁকে জন্মদিনের অনেক শুভেচ্ছা