প্রথম ক্যামেরার সামনে আসা অভিনেত্রী হিসেবে নয়, মডেল হিসেবে। বলিউডের অন্যতম প্রিয় সেই অভিনেত্রী, জেনেলিয়া ডি'সুজা-র আজ জন্মদিন। মুম্বইয়ের সচ্ছল পরিবারেই জন্ম হয় জেনেলিয়ার। তাঁর বাবা ও মা দুজনেই চাকরি করতেন। পরবর্তীকালে জেনেলিয়ার কেরিয়ারের পিছনে সময় দেবেন বলে চাকরি ছেড়ে দেন তাঁর মা। জেনেলিয়ার এক ছোট ভাইও রয়েছে নিজের নামকে সবার থেকে আলাদা আর অন্যরকম বলে দাবি করতেন জেনেলিয়া। বাড়িতে বা পরিচিত বৃত্তে কখনও তাঁকে জিনু বলেও ডাকা হত। ২০০৩ সালে প্রথম 'তুঝে মেরি কসম' ছবির হাত ধরে বলিউডে পা রাখেন জেনেলিয়া। পার্কার পেন-এর বিজ্ঞাপনীতে অমিতাভ বচ্চনের বিপরীতে অভিনয় করার জন্য বেছে নেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু যেদিন এই বিজ্ঞাপন শ্যুট হওয়ার কথা, তার ঠিক ২ দিন পরেই জেনেলিয়ার পরীক্ষা ছিল। পড়াশোনার কথা ভেবেই প্রথমে এই বিজ্ঞাপন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিলেন জেনেলিয়া। কিন্তু প্রযোজকের অনুরোধে পরে রাজি হয়ে যান তিনি। অমিতাভ বচ্চনের বিপরীতে অভিনয় করে সেই বিজ্ঞাপনে নজর কেড়েছিলেন জেনেলিয়া। 'তুঝে মেরি কসম' ছবির পরে তামিল ছবি বয়েজ (Boys)-এ অভিনয় করেছিলেন জেনেলিয়া।