সাদার ওপর জংলা ফ্লোরাল প্রিন্টের পাশ্চাত্য পোশাক, খোলা চুলে তাক লাগাচ্ছেন ক্যাটরিনা কইফ। সোশ্যাল মিডিয়ায় সদ্য শেয়ার করে নেওয়া ফটোশ্যুটে ক্যাটরিনাকে দেখা গেল হালকা সাজে, এমন লুক পেতে পারেন আপনিও। হামেশাই নিজের স্টাইল স্টেটমেন্ট হিসেবে সাদা পোশাককে বেছে নেন ক্যাটরিনা। হালকা সাজার পক্ষে সাদা রঙ বেশ ভালো। বেশি সাজতে না চাইলে চুল খুলে রাখতে পারেন, এতে কানে ও গলায় কোনওরকম গয়না না পড়লেও চলে। দুধসাদা এই পোশাকের পালকের অংশটিই মূল আকর্ষণ। গোটা পোশাকটিতে আর কোনও কাজ নেই। পোশাকটি খুব সুন্দরভাবে মানিয়েছে ক্যাটরিনাকে। যদি পোশাক খুব জমকালো হয়, তাহলে মুখের মেক আপ ন্যুড রাখতে পারেন ক্যাটরিনার মতোই। সকাল বা সন্ধে দুই সময়েই চলতে পারে সাদা পোশাক, তবে সন্ধের সাদা পোশাকের সঙ্গে সাজ হতে পারে জমকালো। ঘরোয়া পোশাক হিসেবেও বেছে নিতে পারেন সাদা। এখানে নীল ডেনিমের সঙ্গে সাদা ওভার সাইজড টপ পরেছেন ক্যাটরিনা। সাদা উলেন টপে হালকা কাজ রয়েছে। খোলা চুল ক্যাজুয়াল লুক দিয়েছে তাঁকে।