৪৮-এ পা দিলেন বলিউড অভিনেত্রী কাজল। এই বিশেষ দিনে দেখা যাক কাজলের দুর্ধর্ষ কিছু সিনেমার নাম।

বাজিগর (১৯৯৩): শাহরুখ খান, শিল্পা শেট্টির সঙ্গে পাল্লা দিয়ে অভিনয়। আব্বাস-মাস্তান পরিচালিত ছবি।

দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে (১৯৯৫): আদিত্য চোপড়া পরিচালিত শাহরুখ-কাজল জুটির অন্যতম জনপ্রিয় ও সফল ছবি।

গুপ্ত (১৯৯৭): রাজীব রাইয়ের পরিচালনায় এই ছবি তৈরি হয়। 'ফিল্মফেয়ার বেস্ট ভিলেন ট্রফি'ও পান।

ইশক (১৯৯৭): ইন্দ্র কুমারের ছবি। ছিলেন রিয়েল লাইফ জুটি অজয় দেবগণ ও কাজল।

দুশমন (১৯৯৮): তনুজা চন্দ্র পরিচালিত এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেন কাজল।

পেয়ার তো হোনা হি থা (১৯৯৮): অনীস বাজমি পরিচালিত এই ছবিতেও দেখা যায় কাজল-অজয়কে।

কুছ কুছ হোতা হ্যায় (১৯৯৮): সুপারহিট শাহরুখ-কাজল জুটির আরও এক ব্লকবাস্টার ছবি 'কুছ কুছ হোতা হ্যায়'।

কভি খুশি কভি গম (২০০১): কর্ণ জোহরের ফ্যামিলি ড্রামা ঘরানার এই ছবিতেও নজর কেড়েছিলেন অভিনেত্রী।

ফনা (২০০৭): অন্ধ জ়ুনির চরিত্রে অভিনয় করেন কাজল। বিপরীতে ছিলেন আমির খান।

মাই নেম ইজ খান (২০১০): ফের একবার শাহরুখ-কাজল জুটি। ধর্মীয় সমস্যার কথা তুলে ধরা হয় কর্ণ জোহর পরিচালিত এই ছবিতে।