কিছুদিন আগেই মুক্তি পেয়েছে 'পাঠান'। ছবিটি ইতিমধ্যেই ব্লকবাস্টার হিট হয়েছে

সম্প্রতি এক সাক্ষাতকারে বলিউডের সুপারস্টার জানালেন, তাঁর জন্মই হয়েছে অভিনেতা হওয়ার জন্য

শাহরুখ খান বলেন, 'এখন আমি তেমন অভিনয় করতে চাই, যা দর্শক আমার থেকে দেখতে চায়'

'আমার ব্যক্তিগত পছন্দ কমে গিয়েছে। আমি এখন দর্শকদের পছন্দের কাজ করতে চাই'

ছবির কাজ থেকে যখন কিছুটা দূরে ছিলেন, তখন তাঁর রোজকার রুটিন কেমন ছিল?

এক অনুরাগীর এই প্রশ্নের উত্তরে শাহরুখ খান বলেন, 'আমি শুধুই বাড়িতে বসে থাকতাম। আর পছন্দের সমস্ত ছবির দর্শক হতাম'

এক ব্যক্তি তাঁকে অভিনয় থেকে অবসর নেওয়ার কথা জিজ্ঞাসা করেন। জানতে চান তিনি কবে অভিনয় থেকে অবসর নেবেন

শাহরুখ খান স্পষ্ট বলেন, 'আমি কখনও অভিনয় থেকে অবসর নেব না। আমাকে সরিয়ে দিতে হবে'

'আর সরিয়ে দেওয়ার পর হয়তো আরও আগুন হয়ে আমি ফিরে আসব'

চলতি বছর আরও বেশ কয়েকটি ছবি মুক্তি পাবে শাহরুখ খানের। অ্যাটলির 'জওয়ান', রাজকুমার হিরানির 'ডাঙ্কি' রয়েছে তাঁর হাতে