সন্তানসম্ভবা হয়েও কাজে না নেই আলিয়া ভট্টের। ছবির প্রচার থেকে শ্যুটিং, প্রায় সবসময়েই ছুটে বেড়াচ্ছেন তিনি। আর তাই হামেশাই সংবাদমাধ্যমের সামনে উপস্থিত হচ্ছেন আলিয়া, সোশ্যাল মিডিয়াতেও তাঁর ছবি ভাগ করে নেওয়ার খামতি নেই। তবে বেবি বাম্প লুকোতেই ঢিলেঢালা পোশাক এখন আলিয়ার স্টাইল স্টেটমেন্ট? হামেশাই তাঁকে দেখা যাচ্ছে ঢিলে গাউনে। ইদানিং আলিয়া প্রিন্টেড লম্বা গাউনেই সংবাদমাধ্যমের সামনে আসছেন, পোশাকে থাকছে মানানসই ফ্লেয়ার। পাশ্চত্য পোশাকের এই ছবিটি শেয়ার করেছিলেন আলিয়া, নিজের পোশাকের ওপর স্বামী রণবীরের কোট পড়েছিলেন তিনি। রণবীর কালো কোটতে নিজের স্টাইল স্টেটমেন্ট বানিয়ে নেওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন আলিয়া আলিয়া সাজে ইদানিং ভারতীয় ছোঁয়া, কপালে থাকছে টিপ। পোশাকের সঙ্গে ভারি ঝুমকো ব্যবহার করছেন আলিয়া। তাঁর এই স্টাইল ধার করতে পারেন আপনিও। আলিয়া এই কালো-সোনালি গাউনটি নজর কেড়েছে অনেকেরই। জরির কাজও সূক্ষ খোলা চুলে হবু মা আলিয়া মোহময়ী, তাঁর চোখে মুখে লালিত্য