আজ জন্মদিন কল্কি কেকলার

জন্মদিনে অভিনেত্রীর সম্পর্কে অজানা কিছু তথ্য

কল্কির পদবী কোয়েচলিন মনে হলেও

এটি কেকলা হিসেবে উচ্চারন করা হয়

হিন্দি ছাড়াও বহু ভাষায় দক্ষ কল্কি

কথা বলতে পারেন ইংরেজি, তালিম, ফরাসি ভাষায়

কেরিয়ারের শুরুর দিকে বেশ কিছু

বিজ্ঞাপনের কাজও করেছেন অভিনেত্রী

কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন কল্কি

নিজেই এক সাক্ষাৎকারে সেকথা জানান

পড়াশোনাতেও খুবই ভালো ছিলেন কল্কি

ক্রিমিনাল সাইকোলজিস্ট হতে চাইতেন ছোটবেলায়

আইফেল টাওয়ার এবং স্ট্যাচু অফ লিবার্টির

মুখ্য ইঞ্জিনিয়ার ছিলেন কল্কির প্রপিতামহ

'দেব ডি' ছবিতে অভিনয়ের পর

প্রায় দেড় বছর কোনও কাজ পাননি কল্কি

কলেজে পড়াশোনা করাকালীন লন্ডনের একটি

রেস্তোরাঁয় ওয়েটারেরও কাজ করেন কল্কি

পাহাড়ে শুধু বেড়াতে যেতেই নয়

ট্রেকিং করতেও খুবই ভালোবাসেন কল্কি