ওয়েব সিরিজে পা রেখেই চ্যালেঞ্জিং চরিত্র, ফের শিরোনামে শুভশ্রী গঙ্গোপাধ্যায় সদ্য মুক্তি পেয়েছে ইন্দুবালা ভাতের হোটেল ওয়েব সিরিজের ট্রেলার। নিজের শিকড় থেকে অন্য জায়গায় এসে খাবারের মধ্যে খুঁজে পাওয়া পেশা ও নেশার গল্প বলবে এই ছবি। 'ইন্দুবালা ভাতের হোটেল' -এর মূল উপন্যাস লিখেছিলেন কল্লোল লাহিড়ী, সিরিজ পরিচালনায় দেবালয় ভট্টাচার্য্য। এই সিরিজের হাত ধরেই প্রথম ওটিটিতে পা রাখছেন শুভশ্রী, সিরিজ মুক্তি ৪ মার্চ। 'ওটিটিতে পা রাখার জন্য এর চেয়ে ভাল সুযোগ আর হতে পারে না' ইন্দুবালা নিয়ে মন্তব্য শুভশ্রীর। এই গল্প পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশের এক অল্পবয়সী মেয়ের। সেখানে খুব ভালভাবে, হাসিখুশি ভাবেই কাটছিল তাঁর জীবন হঠাৎ তাঁকে কলকাতা চলে আসতে হয় তাঁকে, বদলে যায় জীবনের গতিপথ নিজের শিকড়কে বাঁচিয়ে রাখার জন্য ইন্দুবালা বেছে নেয় খাবারকে।