৩৯ বছরে পা দিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ব্রিটিশ নাগরিক ক্যাট মূলত কাজ করেন হিন্দি ছবিতে। ১৯৮৩ সালের ১৬ জুলাই হংকং-এ জন্ম নেন ক্যাটরিনা। টিনএজার থাকাকালীন প্রথম মডেলিংয়ে সুযোগ পান বলি সুন্দরী। লন্ডনের এক ফ্যাশন শোয়ে ভারতীয় পরিচালক কাইজাদ গুস্তাদের নজরে পড়েন তিনি। ওই পরিচালকই তাঁকে ২০০৩ সালে 'বুম' ছবির জন্য বেছে নেন। হিন্দি ভাষায় সাবলীল না হওয়ার জন্য প্রথম দিকে বলিউডে ছবির কাজ পেতে তাঁর বেশ সমস্যার সম্মুখীন হতে হয়। একাধিক সফল ছবিতে কাজ করলেও তাঁর অভিনয় ক্ষমতা, একই ধরনের চরিত্র ও পুরুষ-আধিপত্য সম্পন্ন ছবিতে কাজের জন্য সমালোচিতও হন। ২০১২ সালের 'এক থা টাইগার', ২০১৩-র 'ধুম ৩', ২০১৪ সালের 'ব্যাং ব্যাং' তাঁকে প্রবল সাফল্য এনে দেয়। ভারতীয় চলচ্চিত্রের তালিকায় সবচেয়ে বেশি ব্যবসা করা ছবির তালিকায় নাম ওঠে এগুলোর। ২০০৩ সালে প্রথম শোনা যায় সলমন খানের সঙ্গে ক্যাটরিনার সম্পর্কের কথা। তবে সেই সম্পর্ক ভাঙার কয়েক বছর পর তা নিয়ে মুখ খোলেন অভিনেত্রী। এরপর রণবীর কপূরের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় তাঁর। ২০১৬ সালে সালে তাঁদের সম্পর্ক ভাঙে। এরপর ২০২১ সালের ৯ ডিসেম্বর বলিউড অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে সাড়ম্বরে বিয়ে সারেন ক্যাটরিনা।