প্রবীণ নাগরিকদের (৬০ বছরের বেশি) জন্য এই দুর্দান্ত স্কিম এনেছে সরকার। এই প্রকল্পে বিনিয়োগ করলে ফিক্সড ডিপোজিটে ব্যাঙ্কের থেকে বেশি সুদ পাবেন আপনি।
সঙ্গে রয়েছে অবসরের পর নিয়মিত আয় ও কর সাশ্রয়ের সুবিধা। বাজার বিশেষজ্ঞরা বলছেন, প্রবীণ নাগরিকদের জন্য লাভের জায়গা সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম (SCSS)
ত্রৈমাসিক ভিত্তিতে সুদ পাবেন বিনিয়োগকারী। ৫ বছরের এই স্কিমের মেয়াদ অতিরিক্ত ৩ বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে।
সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম হল সর্বোচ্চ সুদ প্রদানকারী স্বল্প সঞ্চয় স্কিমগুলির মধ্যে একটি। সরকার সম্প্রতি স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার অপরিবর্তিত রেখেছে।
৬০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিক এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। এটি যেকোনও ব্যাঙ্ক বা পোস্ট অফিসে একা বা স্ত্রীর সঙ্গে যৌথভাবে খোলা যেতে পারে।
যাদের বয়স ৫০ বছর হয়েছে, তাঁরা এই স্কিমে খাতা খুলতে পারবেন। এ ছাড়াও NRI ও হিন্দু অবিভক্ত পরিবার (HUF) এই অ্যাকাউন্ট খোলার যোগ্য নয়।
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অ্যাকাউন্টে ন্যূনতম ১০০০ টাকা জমা দিতে হবে। পরবর্তীকালে ১০০০ টাকার গুণিতকে টাকা জমা করতে পারবেন আমানতকারী।
তবে সেই ক্ষেত্রে এই স্কিমে ১৫ লক্ষ টাকার বেশি জমাতে পারবেন না তিনি। ৫ বছরের এই মেয়াদি স্কিমে আপনি চাইলে আরও তিন বছর বাড়াতে পারেন।
অ্যাকাউন্ট খোলার সময় জমা করা আমানত পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার পরে বা আট বছরের মেয়াদ শেষ হওয়ার পরে দেওয়া হয়।