আজ জন্মদিন জনপ্রিয় অভিনেত্রী মধুর, জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য

শুধুমাত্র হিন্দি ছবি নয়, মধু অভিনয় করেছেন তামিল, তেলুগু, কন্নড়, মালায়লম ছবিতেও

বেশিরভাগ মানুষ জানেন অজয় দেবগনের বিপরীতে 'ফুল অউর কাঁটে' ছবি দিয়ে আত্মপ্রকাশ হয় মধুর, কিন্তু আগে মুক্তি পায় তাঁর তামিল ছবি

২০০২ সালে 'মুলাকাত' ছবিতে অভিনয়ের পর কিছুটা বিরতি নেন, ফের ২০০৮ সালে ফিরে আসেন 'কভি সোচা ভি না থা' ছবি দিয়ে

কেবলমাত্র অভিনয়েই নয়, আরও বেশ কিছু কাজে পারদর্শী মধু, লিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান 'চিত্রহার' একসময় সঞ্চালনা করেন তিনি

অভিনয়ের পাশাপাশি নাচেও দক্ষ মধু, তিনি একজন প্রশিক্ষণপ্রাপ্ত ভারতনাট্যম নৃত্যশিল্পী

বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই তাঁকে দক্ষিণী ছবিতে দেখা যায়

শেষবার তাঁকে কঙ্গনা রানাউত অভিনীত 'থালাইভি' ছবিতে দেখা যায়

মধুর আসল নাম একেবারেই মধু নয়, তাঁর আসল নাম পদ্মা মালিনী

জানা যায়, তিনি যখন স্কুলে ভর্তি হন, তখন তাঁর বাবা তাঁর নাম বদলে মধু মালিনী রাখেন