আজ জন্মদিন বলিউড অভিনেতা রাজপাল যাদবের, জেনে নেওয়া যাক তাঁর অজানা কিছু তথ্য বলিউডে নিজের কেরিয়ার গড়ে তুলতে অনেক স্ট্রাগল করতে হয় রাজপাল যাদবকে কৌতুক অভিনেতা হিসেবে জনপ্রিয় হলেও কেরিয়ার শুরু করেন খলনায়ক হিসেবে পরিবারে আর্থিক সমস্যা থাকার জন্য লটারির টিকিট কাটার নেশা ছিল তাঁর হলিউড ছবিতে অভিনয় করার স্বপ্ন ছিল, স্বপ্ন পূরণ হয় 'ভোপাল- আ প্রেয়ার ফর রেন' ছবি দিয়ে 'ম্যায় মেরি পত্নী অউর উও' ছবিতে সিরিয়াস চরিত্রে অভিনয় করে নজর কাড়েন রাজপাল যাদব কয়েক বছর আগে এক ব্যবসায়ীর কাছ থেকে পাঁচ কোটি টাকা ঋণ নেন রাজপাল শোধ না করায় অভিনেতা রাজপাল যাদবকে তিন মাসের বিনা শ্রমের কারাদণ্ডের নির্দেশ দেয় দিল্লি হাইকোর্ট জানা যায়, ২০১০ সালে ‘আতা পাতা লাপাতা’ ছবির জন্য ঋণ নেন রাজপাল ও তাঁর স্ত্রী রাধা সেই ঋণ শোধ করতে পারেননি তাঁরা সেই মামলাতেই কারাদণ্ড হয় রাজপালের