আজ জন্মদিন বলিউড অভিনেতা শাহিদ কপূরের। একনজরে দেখে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য

বলিউডে কেরিয়ার গড়ার জন্য যথেষ্ট স্ট্রাগল করতে হয়েছে শাহিদ কপূরকে। প্রথম ছবি পাওয়ার আগে অন্তত ১০০বার তাঁকে প্রত্যাখ্যাত হতে হয়েছে

২০০৩ সালে বলিউডে নায়ক হিসেবে আত্মপ্রকাশ হয় শাহিদ কপূরের। তাঁকে দেখা যায় 'ইশক ভিশক' ছবিতে

বলিউডে ডেবিউ হওয়ার আগে বহু ছবিতে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ করেন

প্রথম ছবিতেই বেস্ট মেল ডেবিউ বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার পান শাহিদ কপূর

শাহিদ কপূরই প্রথম বলিউড অভিনেতা যিনি আমেরিকান এফ১৬ এয়ারক্রাফ্টে উড়েছেন

সকলেই জানেন শাহিদের পদবি কপূর। কিন্তু জানেন কি, তিনি পারপোর্টে নিজের পদবি খট্টর লেখেন

শাহিদ কপূর আমিষ খাবার খাওয়া ছেড়ে দেন। মাংস পরিত্যাগ করে সম্পূর্ণ নিরামিশাষী হয়ে যান

শোনা যায়, শ্রদ্ধা কপূর এবং জেনেলিয়া ডিসুজাকে বাদ দিলে, নিজের ছবির সমস্ত নায়িকাদের সঙ্গেই নাকি সম্পর্ক গড়ে উঠত শাহিদ কপূরের

তা অমৃতা রাও হোক কিংবা করিনা কপূর খান, বা প্রিয়ঙ্কা চোপড়া কিংবা বিদ্যা বালান

Thanks for Reading. UP NEXT

শিশির কুমার ভাদুড়ির চরিত্রে নীল

View next story