আজ বসন্তপঞ্চমী। সরস্বতী আরাধনায় সামিল তারকারা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন ছবি। সাদা হলুদ শাড়ি ও পাঞ্জাবিতে ধরা দিলেন রুদ্রজিৎ ও প্রমিতা। সমস্ত অনুষ্ঠানের মতো সরস্বতী পুজোতেও ছবি শেয়ার করেছেন তাঁরা। একই রঙের ও প্রিন্টের শাড়ি ও পাঞ্জাবিতে নজরকাড়া তারকা জুটি। বাড়ির পুজোয় অভিনেত্রী মিমি, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ছবি। এসভিএফের পুজোয় সন্দীপ্তা সেন, শেয়ার করে নিয়েছেন হলুদ শাড়ি পরা ছবি।