নাটকীয় দলবদলে গুজরাত টাইটান্স থেকে হার্দিক পাণ্ড্যকে ছিনিয়ে এনেছে মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএল ইতিহাসে কোনও ফ্র্যাঞ্চাইজিকে খেতাব জেতানো অধিনায়কের দলবদল এই প্রথম। ২০১৫ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়েই আইপিএল কেরিয়ার শুরু করেছিলেন হার্দিক। তারপর সেখানে টানা ৭ মরশুম খেলেছেন। ২ বছর গুজরাতে খেলা ভারতীয় অলরাউন্ডারকে মুম্বইয়ের ফেরানো দেখে মুগ্ধ ক্রিকেটভক্তরা। এর আগেও দলবদলের বাজারে দেখা গিয়েছে তাঁদের বাজিমাত। ২০১৯ মরশুমের আগে কুইন্টন ডি কককে দলে নিয়ে চমক দিয়েছিল মুম্বই। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সেবার ছেড়ে দেয় ডি ককে। মুম্বই দলে যোগ দিয়ে ২০১৯ ও ২০২০ পরপর দুবার তাদের খেতাব জয়ের পথে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন প্রোটিয়া ব্যাটার। মুম্বইয়ের দলবদলের ইতিহাসে অন্যতম আর এক চমক ট্রেন্ট বোল্ট। ২০২০ মরশুমের আগে তাঁকে দিল্লি থেকে নিয়েছিল মুম্বই। ফাইনালে ৩ উইকেট সহ দুরন্ত পারফরম্যান্সে মুম্বইয়ে চ্যাম্পিয়ন করায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন কিউয়ি বোলার। হার্দিক দল ছাড়ার পর গত দুটো মরশুম মোটেই ভাল কাটেনি আইপিএলের সবথেকে সফলতম ফ্র্যাঞ্চাইজি মুম্বইয়ের। ২০১৩, '১৫, '১৭, '১৯ ও ২০২০ পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই আগামী প্রতিযোগিতায় ফের খেতাব ঘরে তুলতে পারে কি না, সেটাই দেখার।