জল্পনার জল শেষমেশ আমদাবাদ থেকে পৌঁছল মুম্বই। 'ঘরে' ফিরলেন হার্দিক পাণ্ড্য। আইপিএলের গুজরাত শিবির ছেড়ে মুম্বইতে যোগ। ২০১৫ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়েই আইপিএল অভিষেক হয়েছিল হার্দিক পাণ্ড্যর। তারপর টানা ৭ মরশুমে দেশের অন্যতম সেরা অলরাউন্ডার হয়ে ওঠা। ২০২২ সালে আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাতে যোগ দিয়েই তাদের চ্যাম্পিয়ন করানো। গতবারের ফাইনালিস্ট। তারপর কার্যত সবাইকে চমকে মুম্বইয়ে ফিরলেন গুজরাতের অধিনায়ক। আইপিএলের ইতিহাসে অবশ্য হার্দিকই প্রথম নন, যে অধিনায়ক ট্রেড হয়ে দলবদল করেছেন। রবিচন্দ্রন অশ্বিন। ২০২০ মরশুমে আইপিএলের দিল্লি ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়েছিলেন। ট্রেডে দলবদলের আগে কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়কের দায়িত্বে ছিলেন অশ্বিন। আইপিএলের ইতিহাসে অপর একজন যিনি অধিনায়ক থাকার পরও ট্রেডে দল পাল্টেছিলেন, তিনি আজিঙ্কা রাহানে। ২০১১ থেকে দীর্ঘদিন রাজস্থান রয়্যালসে খেলার পর পেয়েছিলেন অধিনায়কত্বও। যারপর ২০২০ সালে যোগ দেন দিল্লি ক্যাপিটালসে। আইপিএলের ইতিহাসে তৃতীয় অধিনায়ক হিসেবে ট্রেডে দল পাল্টালেও খেতাব জেতার পরও দল পাল্টানো ক্যাপ্টেন হার্দিক-ই প্রথম। আইপিএলের ইতিহাসে চোখ ধাঁধানো দলবদলের পাশাপাশি হার্দিকের জন্য বিশাল অঙ্কের ট্রান্সফার ফি-ও দেওয়ার পন্থা চালু হল।