গুজরাত টাইটান্স ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে ফিরলেন হার্দিক পাণ্ড্য। আইপিএলের বাজার সরগরম যে দলবদলে। হার্দিককে বার্ষিক ১৫ কোটি টাকায় দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। যে দলের জার্সিতেই তাঁর আইপিএল অভিষেক। ২০১৫ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল অভিষেক। সেবারের নিলামে ১০ লক্ষ টাকায় তাঁকে দলে নিয়েছিল মুম্বই। ২০১৫ থেকে ২০১৭ পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সে ১০ লক্ষ টাকা বেতন পেতেন হার্দিক পাণ্ড্য। ২০১৮ সালে একলাফে হার্দিকের বেতন বেড়ে হয় ১১ কোটি। মুম্বই ইন্ডিয়ান্সের দু'বার আইপিএল খেতাব জেতার অন্যতম কারিগরের জন্য টাকার ঝুলি উজাড় শুরু করে ফ্র্যাঞ্চাইজি। ২০১৮ থেকে ২০২১, টানা চার মরশুম মুম্বইয়ের হয়ে ১১ কোটি টাকা বেতন পেতেন হার্দিক। ২০২২ মরশুমে গুজরাত টাইটান্সে বার্ষিক ১৫ কোটি টাকার চুক্তিতে যোগ দিয়েছিলেন হার্দিক। গুজরাতের দুই মরশুমের অধিনায়ক প্রত্যেকবারই পেয়েছেন ১৫ কোটি করে টাকা। মুম্বই ইন্ডিয়ান্সেও আসন্ন আইপিএলে বার্ষিক ১৫ কোটি টাকা বেতন পাবেন হার্দিক পাণ্ড্য।