Image Source: Pexels, Pixabay

নিরামিশাষীদের প্রোটিন জোগাতে ভরসা মাশরুম

Image Source: Pexels, Pixabay

কার্বোহাইড্রেট থেকে প্রোটিন, ভিটামিন থেকে প্রয়োজনীয় খনিজ- সব পাওয়া যায় মাশরুমে

Image Source: Pexels, Pixabay

ভিটামিন ডি হাড় ও পেশি গঠনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। মাশরুম এই ভিটামিনের প্রাকৃতিক উৎস

Image Source: Pexels, Pixabay

উচ্চ রক্তচাপ, হাইপারটেনশনে লাগাম দিতে ভরসা করা যায় মাশরুমে। এতে সোডিয়াম কম রয়েছে

Image Source: Pexels, Pixabay

মাশরুমে ক্যালোরির মাত্রা খুব কম। ফলে ওজন কমাতে গেলেও পাতে রাখা যায়।

Image Source: Pexels, Pixabay

মাশরুমে রয়েছে ফাইবার। যা পাচনতন্ত্র সুস্থ রাখতে সাহায্য করে।

Image Source: Pexels, Pixabay

মাশরুমে Selenium নামে একটি পোষকপদার্থ রয়েছে, যা দেহে অ্যান্টি অক্সিড্যান্ট তৈরিতে সাহায্য করে।

Image Source: Pexels, Pixabay

চোখ ও দৃষ্টিশক্তি ভাল রাখতে সাহায্য করে মাশরুম।

Image Source: Pexels, Pixabay

মাশরুমে রয়েছে ভরপুর ক্যালসিয়াম। হাড় ভাল রাখতে অন্যতম প্রয়োজনীয় পোষক পদার্থ।

Image Source: Pexels, Pixabay

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় ডায়েটের জন্য বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন।