Image Source: Pexels, Pixabay

কখনও সেদ্ধ, কখনও ভাজা। পরিচিত এই আনাজে পুষ্টিগুণ বহু।

Image Source: Pexels, Pixabay

বহু ভিটামিন রয়েছে মিষ্টি আলুতে। ভিটামিন এ, সি এবং ম্যাঙ্গানিজ রয়েছে এই আলুতে।

Image Source: Pexels, Pixabay

বিভিন্ন আকারের এবং বিভিন্ন রংয়ের হয়ে থাকে মিষ্টি আলু।

Image Source: Pexels, Pixabay

ফাইবার, ভিটামিন এবং খনিজ মৌলের ভরপুর উৎস মিষ্টি আলু। অ্যান্টি অক্সিড্যান্টসের বড়সড় উৎস।

Image Source: Pexels, Pixabay

পেটের স্বাস্থ্য় ভাল রাখতে কার্যকরী মিষ্টি আলু। এই আনাজে ২ ধরনের ফাইবার থাকে।

Image Source: Pexels, Pixabay

বলা হয়ে থাকে মিষ্টি আলুতে থাকা অ্যান্টি অক্সিড্যান্ট ক্যানসারের বিরুদ্ধে লড়তে সাহায্য করে।

Image Source: Pexels, Pixabay

মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন রয়েছে। যা ভিটামিন এ তৈরি করে।

Image Source: Pexels, Pixabay

অ্যান্থোসায়ানিন সমৃদ্ধ খাবার যে কোনওরকম প্রদাহ রুখতে কার্যকরী।

Image Source: Pexels, Pixabay

পর্যাপ্ত ভিটামিন, অ্য়ান্টি অক্সিড্যান্ট মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরির অন্যতম প্রধান উপাদান।

Image Source: Pexels, Pixabay

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেই নিয়ম মেনে চলুন