কাজের চাপ হোক বা ব্যক্তিগত জীবনের ওঠাপড়া! কাছের মানুষটির সঙ্গে সংঘাতের কারণ নেহাৎ কম নয়। কিন্তু সেই সংঘাতের সংখ্যা বাড়তে থাকলে একসময়ে সম্পর্কের উপর চাপ পড়বেই। সুস্থ সম্পর্কের জন্য তাই কয়েকটি বিষয়ে সতর্ক থাকা দরকার। আপনি যে 'তাঁকে' কাছের মানুষ বলে মনে করেন, সে কথা বোঝাতে কখনও সখনও পার্টনারের হাতে হাত রেখে সময় কাটান। কোথাও কোনও প্রতিশ্রুতি দিয়ে থাকলেও অবশ্য়ই তা রাখার চেষ্টা করুন। এতে আপনার প্রিয় মানুষটির আপনার উপর আস্থা বাড়বে। আপনি যে তাঁর ছোটখাটো সমস্ত বিষয়ে খেয়াল রাখেন, সেটা কোনও না কোনও ভাবে বুঝিয়ে দিন তাঁকে। সঙ্গীর সুখ-দুঃখ, সব কিছুর কথা শুনুন। ছোটখাটো সারপ্রাইজ প্ল্যান করে দেখতে পারেন। এতে আপনার সঙ্গীও টের পাবেন, যে আপনি তাঁকে আলাদা গুরুত্ব দেন।