প্রতিনিয়ত বাড়তে থাকা চাপ, স্ট্রেস মধ্য কুড়ি থেকেই ডেকে আনছে উচ্চ রক্তচাপের সমস্যা।

উচ্চ রক্তচাপ সমস্যা

কবে থেকে মনিটর করবেন প্রেসার ?

পরিবারে হাই ব্লাড প্রেসারের ইতিহাস থাকলে ২০ পেরলেই মনিটর করা শুরু করুন

ব্লাড প্রেসার যদি ১৪০/৯০ এর বেশি হয়

তবে তো ওষুধ চালু করতেই হবে

শুধু ব্লাড প্রেসারের কথা ভাবলে চলবে না

দেখতে হবে রোগী ডায়াবেটিক কিনা, ধূমপানের অভ্যেস আছে কিনা

যদি কারও কোমর্বিডিটি থাকে

BP ১৩০ /৮০ হলেও ট্রিটমেন্ট শুরু করতে হবে

কারও কারও চিকিত্সকের কাছে এলেই হয়ত ব্লাড প্রেসার বেড়ে যায়।

কারণ হয়ত কিছুটা চিন্তা বা স্ট্রেস।

সারাদিন মনিটরিং করে চার্ট বানিয়ে ডাক্তারকে জানাতে হবে

বারবার প্রেসার ওঠানামা করলে

কিন্তু যাঁদের সারাদিন বিপি নর্মাল অথচ

ঘুমের সময় বেশি, সেটা কিন্তু ভাল কথা নয়।

তা জানতে চিকিতসকের উপরই নির্ভর করুন।

আপনার ব্লাড প্রেসার একেবারে ঠিকঠাক কিনা,

জেনে তবে ওষুধ খান নিয়মিত

আপনার ব্লাড প্রেসার একেবারে ঠিকঠাক কিনা,