Image Source: pixabay

কাঁচা হলুদ বা হলুদের গুঁড়ো। পেটের জন্য হোক বা ত্বক। সবকিছুর জন্যই উপকারী হলুদ।

Image Source: pixabay

প্রবল রোদে ত্বকে সানবার্ন হলে, হলুদের প্রলেপ ভীষণ উপকারী।

Image Source: pixabay

অ্যান্টি অক্সিড্যান্টে ভরপুর হলুদ। ফলে ত্বকে সংক্রমণ ঠেকাতেও উপকারী।

Image Source: pixabay

অ্যান্টি অক্সিড্যান্ট থাকায় অ্যান্টি-এজিং এলিমেন্ট বলা হয় হলুদকে। ত্বকের পরিচর্যায় উপকারী।

Image Source: pixabay

ব্রণ, ফুসকুড়ি কমাতে উপকারী হলুদ।

Image Source: pixabay

নিয়মিত হলুদ ব্যবহারে ব্রণ থেকে হওয়া দাগ কমে যায়। ত্বকের প্রদাহ দূর করে।

Image Source: pixabay

চোট-আঘাতের চিকিৎসায় বহু পুরনো ঘরোয়া টোটকা হলুদ।

Image Source: pixabay

ব্যাকটেরিয়ানাশক গুণ থাকায় চোটের জায়গা দ্রুত সারাতে কাজ করে হলুদ।

Image Source: pixabay

হাইপারপিগমেন্টেশন অর্থাৎ অতিরিক্ত মেলানিন তৈরির সমস্যা ঠেকাত কার্যকরী হলুদ।

Image Source: pixabay

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতির জন্য চিকিৎসকের সঙ্গে কথা বলুন।