দীপিকা পাড়ুকোন তো নন। তা হলে কার হাত ধরলেন রণবীর সিংহ? নতুন কোনও ছবির লঞ্চ নাকি? পরনের পোশাক দেখে কিছু আন্দাজ করতে পারছেন? আসলে নতুন ট্রেলারমুক্তি নিয়েই আত্মহারা' রণবীর সিংহ। ফিল্মের ট্রেলার নয়, নেটফ্লিক্সের নতুন সিরিজের ট্রেলার নিয়ে উচ্ছ্বসিত রণবীর। 'রণবীর ভার্সাস ওয়াইল্ড উইথ বেয়ার গ্রিলস' শীর্ষক সিরিজের ট্রেলার লঞ্চ ছিল শুক্রবার। মুম্বইয়ের যশরাজ স্টুডিও-তে ট্রেলার মুক্তি অনুষ্ঠানে এই ভাবেই দেখা গেল রণবীরকে। সঞ্চালককে পাশে নিয়ে নাগাড়ে কথা বলে গেলেন, মাঝেমধ্যে হাসিঠাট্টা। এনার্জি টাল খেল না এতটুকু! রণবীর সিং মানেই যে এনার্জির পাওয়ারহাউস নতুন শো-তে কী করতে দেখা যাবে রণবীরকে? শুরু অপেক্ষা।