Image Source: Pexels

নখের যত্ন নেওয়া নিয়মিত প্রয়োজন। এক্ষেত্রে কয়েকটি ঘরোয়া টিপস মেনে চললেই উপকার পাবেন।

Image Source: Pexels

যাঁদের নখ খুব দ্রুত ভেঙে যায় তাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থাকতে পারে। চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: Pexels

হাতের নখের সঙ্গে সঙ্গে যত্ন নিতে হবে পায়ের নখেরও।

Image Source: Pexels

বর্ষাকালে নখে বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন দেখা দেয়। তাই সময় থাকতেই সতর্ক হয়ে যান।

Image Source: Pexels

নখে নিয়মিত ম্যানিকিওর, পেডিকিওর করুন। তবে পার্লারে গিয়ে নয়, ঘরোয়া উপায়েই।

Image Source: Pexels

নখের ইনফেকশন এড়াতে হলে নখ পরিষ্কার রাখা ভীষণভাবে প্রয়োজন।

Image Source: Pexels

নখ আর্দ্র রাখা দরকার। তাই হাতে ময়শ্চারাইজার লাগানোর সময় নখেও মাখতে পারেন।

Image Source: Pexels

সুন্দর করে নখ কেটে নেল পলিশ পরে থাকলে নখ দেখতেও সুন্দর লাগে।

Image Source: Pexels

নিয়মিত নখের ময়লা পরিষ্কার করুন। এর জন্য ব্যবহার করতে পারেন লিকুইড সোপ বা শ্যাম্পু।

Image Source: Pexels

বাড়ির বাইরে বেরোলে ফিরে এসে অতি অবশ্যই ভাল করে নখে জমে থাকা ময়লা পরিষ্কার করুন।