Image Source: pixabay

স্যালাডে এবং রান্নায়, নানাভাবে আমরা পেঁয়াজ খেয়ে থাকি। কিন্তু আমরা মূলত লালচে বা গোলাপি পেঁয়াজ ব্যবহার করি।

Image Source: pixabay

সেটা ছাড়াও আর একধরনের পেঁয়াজ পাওয়া যায়, যা সাদা রঙের। সাধারণত খুব বেশি ব্যবহার হয় না সেটা।

Image Source: pixabay

যদিও গুণগত মানের দিকে থেকে অত্যন্ত উপকারী সাদা পেঁয়াজ।

Image Source: pixabay

প্রদাহরোধী এবং ব্যাকটেরিয়ানাশক পদার্থ রয়েছে সাদা পেঁয়াজে। আয়ুর্বেদেও এর ব্যবহার রয়েছে।

Image Source: pixabay

বিভিন্ন সংক্রমণ রুখতে। ব্যাকটেরিয়া সংক্রান্ত সংক্রমণ ঠেকানোর জন্য সাদা পেঁয়াজের রস ব্যবহারের চল রয়েছে আয়ুর্বেদে।

Image Source: pixabay

সাদা পেঁয়াজ ক্ষারীয়, সেই কারণেই শরীরে অম্লত্ব বাড়তে দেয় না। রান্নাতেও সেই কাজেই ব্যবহার হয়।

Image Source: pixabay

শ্বাসকষ্টের সমস্যা কমাতে আয়ুর্বেদে মধুর সঙ্গে সাদা পেঁয়াজের রস মিশিয়ে খাওয়ার চল রয়েছে।

Image Source: pixabay

চুলের বৃদ্ধি ও চুল পড়া রুখতে সাদা পেঁয়াজ খুব উপকারী। নিয়মিত মাথার ত্বকে এর রস মাখলে চুল ভাল থাকে।

Image Source: pixabay

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসা/ডায়েটের জন্য বিশেষজ্ঞের কথা মেনে চলুন।