ABP Ananda

ফের একবার শিরোনামে সুশান্ত সিংহ রাজপুতের প্রাক্তন প্রেমিকা রিয়া চক্রবর্তী!

ABP Ananda

বলিউডে মাদক জোগানে একযোগে ষড়যন্ত্রের অভিযোগে রিয়া চক্রবর্তী সহ ৩৫ জনের বিরুদ্ধে খসড়া চার্জএনসিবি-র।

ABP Ananda

২০১৮ থেকে প্রয়াত বলি-তারকা সুশান্তের কাছে মাদক পৌঁছে দেওয়া হত বলেও বলা রয়েছে ওই খসড়া চার্জে।

সুশান্তের ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানি-সহ অভিযুক্তেরা ২০২০ সালেও তারকার জন্যই মাদক জোগাড় করেছিলেন বলে প্রস্তাবিত চার্জে দাবি এনসিবি-র।

এনডিপিএস আইনের বিভিন্ন ধারায় ওই ৩৫ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জ আনতে খসড়া জমা দিয়েছে এনসিবি।

অভিযুক্তদের তালিকায় অন্যতম সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী, তাঁর ভাই শৌভিক এবং প্রয়াত অভিনেতার দুই স্টাফ।

এনসিবি-র দাবি, ২০২০ সালে হয় অভিনেতার নিজের অথবা রিয়ার কথায় মাদক আসত।

রিয়া নিজেও বেশ কয়েক বার গাঁজার ডেলিভারি নিয়ে সুশান্তের হাতে তুলে দিয়েছেন বলে দাবি তদন্তকারীদের।

অভিনেতার ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানিও মাদক জোগাড় করতেন। সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মাদকের দাম মেটানোর সময়'পুজোর উপকরণ'বর্ণনা দিয়ে রাখতেন সিদ্ধার্থ, দাবি এনসিবি-র।