Image Source: Pexels, Pixabay

আতঙ্কের নাম ক্যানসার, তারই মধ্যে একটি অস্থিমজ্জার ক্যানসার

Image Source: Pexels, Pixabay

মজ্জা হাড়ের ভিতরে স্পঞ্জ-ধরনের বস্তু।

Image Source: Pexels, Pixabay

এই মজ্জা থেকেই রক্তকণিকা ও অনুচক্রিকা তৈরি হয়।

Image Source: Pexels, Pixabay

অস্থিমজ্জাতেও থাবা বসায় ক্যান্সার, মাত্র ১৭ বছরে আক্রান্ত হন ঐন্দ্রিলা শর্মা।

Image Source: Pexels, Pixabay

সমস্যা, উপসর্গ ইত্যাদির উপর ভিত্তি করে একাধিক ভাগে বিভক্ত করা যায় অস্থিমজ্জার ক্যানসারকে।

Image Source: Pexels, Pixabay

দীর্ঘদিনের রক্তাল্পতা, প্রস্রাবের সমস্যা, তলপেটে ব্যথা, সর্বক্ষণ ক্লান্তি, খিদে কমে যাওয়া

Image Source: Pexels, Pixabay

কিডনি সংক্রান্ত সমস্যা, লিম্ফ নোডে স্ফীতি, হঠাৎ ওজন কমা, ঘন ঘন সংক্রমণ

Image Source: Pexels, Pixabay

ক্রমাগত জ্বর আসা, রক্তক্ষরণ, যকৃৎ-সংক্রান্ত সমস্যা, রাতে হঠাৎ ঘাম দেওয়া

Image Source: Pexels, Pixabay

বুকে ব্যথা, স্নায়ু সংক্রান্ত সমস্য়া, ঘাড়ে, বাহুমূলে ফোলাভাব-এমন নানা উপসর্গ রয়েছে এই রোগের।

Image Source: Pexels, Pixabay

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় পরামর্শর জন্য বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন।