Image Source: pixabay

আধুনিক জীবনে রয়েছে কাজের চাপ আর প্রবল ব্যস্ততা। তার সঙ্গে হাত ধরে আসে অনিয়ম।

Image Source: pixabay

ঠিক সময়ে না খাওয়া, অতিরিক্ত ফাস্টফুট খাওয়া-এরকম হাজারো অনিয়ম আমরা করে থাকি।

Image Source: pixabay

এই অনিয়মের ক্ষতিপূরণ করতে পারে ঘরোয়া কিছু টোটকা।

Image Source: pixabay

হেঁশেলেই হয়েছে এমন মশলা বা বীজ ভেজানো জল খেলে পাচনক্ষমতা থেকে ওজন-সবেতেই উপকার হয়।

Image Source: pixabay

লাগবে জিরে। অনেক রান্নায় ব্যবহার হয়, সহজেই মিলবে।

Image Source: pixabay

অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর জিরে দেহ থেকে দূষিত পদার্থ বের করতে সাহায্য করে।

Image Source: pixabay

লাগবে জোয়ান। বহু বাঙালি বাড়তেই থাকে জোয়ান। হজম ঠিক করতে এবং ওজন কমাতে এর উপকারিতা হয়েছে।

Image Source: pixabay

মেটাবলিজম ঠিক রাখতে জুড়ি নেই মৌরির। তাই লাগবে মৌরির বীজ।

Image Source: pixabay

আধ লিটার জলে এক চা চামচ মৌরি, জোয়ান ও জিরে সারারাত ভিজিয়ে রেখে পরদিন খালি পেটে খেলেই মিলবে উপকার।

Image Source: pixabay

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় ডায়েটের জন্য বিশেষজ্ঞের কথা মেনে চলুন।