খুব শীঘ্রই ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে 'জনি বনি'।

অভিজিৎ চৌধুরী পরিচালিত এই সিরিজ বলবে এক পুলিশ অফিসার ও দাবাড়ুর গল্প। শহরে হয়ে গেল ট্রেলার লঞ্চ অনুষ্ঠান।

ইভেন্টে বিশেষ ড্রেস-কোডও রাখা হয়, সাদা ও কালো পোশাক। সকলেই সেই মেনে সেজে এসেছিলেন।

এক ঝটকায় দাবার বোর্ডের সাদা-কালো কম্বিনেশনের কথা মনে হতে পারে। আর এই ছবিতে দাবার এক বড় অবদান রয়েছে।

পরিচালকের কথায়, 'জনার্দন আর বনির এক সফরের গল্প বলবে এই সিরিজ।'

দেবাশিষ বলছেন, 'ক্লিক, স্বস্তিকা ও অভিজিতের সঙ্গে প্রথম কাজ। খুব খেটে সিরিজটা তৈরি করেছি।'

কমলেশ্বর মুখোপাধ্যায়কে এই সিরিজে এক রাজনৈতিক নেতার চরিত্রে দেখা যাবে।

'আমার চরিত্রের নাম প্রমোদ সেন। যে দাবা খেলতে ভালবাসে।' বলাই বাহুল্য এই সিরিজে ক্রাইম, পুলিশ, রাজনীতি আর দাবার চাল সব মিলেমিশে একাকার হবে।

গল্পের তরুণ পুলিশ অফিসার জনার্দন দাস ওরফে জনির সঙ্গে এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন কিশোর দাবাড়ু বনিও।

জনি কি পারবে তার কেরিয়ারের প্রথম কেস সমাধান করতে? বনি কি পারবে দাবা টুর্নামেন্টে জিতে নিজেকে প্রমাণ করতে?

নাকি দুজনকে লক্ষ্য পূরণ করতে একে অন্যের সাহায্য নিতে হবে?