Image Source: pixabay.com

হলুদের (Turmeric) উপকারিতা সম্পর্কে অজানা নয় কারও, বিশেষজ্ঞরা নানা সময়ে স্বাস্থ্যের উপকারে হলুদ ব্যবহার করার পরামর্শ দেন

Image Source: pixabay.com

হাজার হাজার বছর সময় ধরে রান্না থেকে স্বাস্থ্যের নানা প্রয়োজনে ব্যবহার করা হচ্ছে হলুদ

Image Source: pixabay.com

কিন্তু কতটা হলুদ ব্যবহার স্বাস্থ্যকর, সেটা জানা আছে তো?

Image Source: pixabay.com

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শরীরের যেকোনও কাটা, ছড়ে যাওয়া সারিয়ে তুলতে হলুদের উপকারিতা অনেক

Image Source: pixabay.com

এছাড়াও বিভিন্ন প্রকার হৃদরোগ প্রতিরোধ করতে ও জটিল বিভিন্ন রোগ সারাতে এর জুড়ি মেলা ভার

Image Source: pixabay.com

মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী হলুদ, স্নায়ুর নানা অসুখ সারাতে হলুদ অত্যন্ত কার্যকরী

Image Source: pixabay.com

হলুদে থাকা উপকারী উপাদান হৃদপিণ্ড সুস্থ রাখতে সাহায্য করে, বিভিন্ন রোগ প্রতিরোধ করতে সাহায্য করে

Image Source: pixabay.com

ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে, অ্যালঝাইমার্স বা স্মৃতিভ্রংশের সমস্যা প্রতিরোধ হয়, মস্তিষ্কে রক্ত সঞ্চালন সঠিক রাখতে সাহায্য করে

Image Source: pixabay.com

বহু মানুষই রান্না থেকে স্বাস্থ্যের উপকারে হলুদ ব্যবহার করেন, কিন্তু কতটা ব্যবহার স্বাস্থ্যকর, তা অনেকেরই জানা থাকে না

Image Source: pixabay.com

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ২০০০ থেকে ২৫০০ মিলিগ্রাম হলুদ প্রতিদিন খেলে তবেই তা স্বাস্থ্যের উপকার করে