Image Source: pixabay

ভারতীয় খাবারে ব্যবহার হয় বিভিন্ন ধরনের মশলা।

Image Source: pixabay

বিশেষ বিশেষ খাবার রান্নার সময় যে গরম মশলা ব্যবহার করা হয় তাতে থাকে বিভিন্ন মশলার গুঁড়ো।

Image Source: pixabay

এমনই একটি বিশেষ হার্ব স্টার অ্যানিজ। তারা আকৃতির এই মশলা তার সুগন্ধের জন্য বিখ্যাত।

Image Source: pixabay

সুগন্ধী তো বটেই, তার সঙ্গেই একাধিক পুষ্টিগুণ রয়েছে এর। সেই কারণেই তৈরি হয়েছে চাহিদা।

Image Source: pixabay

স্টার অ্যানিজে বিপুল পরিমাণ অ্য়ান্টি অক্সিড্যান্ট রয়েছে যা শরীরে অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে।

Image Source: pixabay

লবঙ্গের মতো কাজ করে স্টার অ্যানিজ। সর্দি-কাশি কমাতে কার্যকরী এটি।

Image Source: pixabay

বিভিন্ন ছত্রাকঘটিত সংক্রমণের ঘরোয়া টোটকা হিসেবে এই মশলা ব্যবহার হয়ে থাকে অনেক জায়গায়।

Image Source: pixabay

মানসিক চাপ কমাতে সাহায্য করে এতে উপস্থিত রাসায়নিক। ভাল ঘুম আনতেও নাকি সাহায্য করে।

Image Source: pixabay

ব্যাকটেরিয়ানাশক গুণ রয়েছে এই মশলার।

Image Source: pixabay

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় ডায়েটের জন্য চিকিৎসকের কথা মেনে চলুন।