জাল ভোটার কার্ড চিহ্ণিত করতে ভোটার আইডির সঙ্গে জুড়তে হবে আধার কার্ড। একেবারে সরকারি বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করেছে কেন্দ্র।
ট্যুইট করে ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্কের বিষয়ে বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু।
এবার ভোটার আইডি ও আধার লিঙ্কের ক্ষেত্রেও বিজ্ঞপ্তি জারি করল সরকার। কেন্দ্রের ধারণা, এই সিদ্ধান্তের ফলে একজন ব্যক্তির একটি মাত্র ভোটার আইডি কার্ড থাকবে।
যারা একাধিক ভোটার আইডি কার্ড রেখেছেন, তাদের সহজেই চিহ্নিত করে জাল কার্ড বাতিল করা যাবে।
ভোটার আইডির সুবিধার মধ্যে এবার 'জেন্ডার নিউট্রাল' ব্যবস্থা প্রযোজ্য করতে Wife শব্দের পরিবর্তে Spouse শব্দ লেখা হবে।
এবার থেকে নির্বাচন সংক্রান্ত কোনও জিনিস রাখা, নিরাপত্তারক্ষী, পোলিং আধিকারিকদের জন্য যেকোনও জায়গা ব্যবহার করতে পারবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া।
2022 সালের 1 এপ্রিল থেকে আধারকে প্যান নম্বরের সঙ্গে যুক্ত করার জন্য 500 টাকা জরিমানা দিতে হচ্ছে কার্ড হোল্ডারদের।