Image Source: Pexels, Pixabay

সুষম আহারের জন্য সবরকম পোষক পদার্থ প্রয়োজন।

Image Source: Pexels, Pixabay

সস্তায় প্রোটিন পেতে ভরসা ডিম। কিন্তু ডিম না খেলে কী খাবেন?

Image Source: Pexels, Pixabay

সয়াবিন: প্রোটিনের অন্যতম উৎস সয়া। ১০০ গ্রাম সয়াবিনে ৩৬ গ্রাম প্রোটিন থাকে।

Image Source: Pexels, Pixabay

ডাল: মুগ বা মুসুর। এগুলিও প্রোটিনের অন্যতম উৎস। নিরামিষ খেলে ডায়েটে রাখতেই হবে বিভিন্ন ধরনের ডাল।

Image Source: Pexels, Pixabay

ছোলা বা মটরশুঁটি: কাবলি চানা, ছোট চানা, ছোলা বা রাজমা-বিনস। এই সবগুলির উপরেই ভরসা করা যায় প্রোটিনের জন্য়।

Image Source: Pexels, Pixabay

চিয়া বীজ: ভরপুর অ্যান্টি অক্সিড্যান্ট রয়েছে চিয়া বীজে। এছাড়া, শরীরে হাইড্রেট রাখতেও সাহায্য করে। পর্যাপ্ত প্রোটিনও মেলে।

Image Source: Pexels, Pixabay

ওজন কমাতে গেলে ডায়েটে কিনোয়া রাখা হয়। এতে প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড রয়েছে। অর্থাৎ প্রোটিনের খুব ভাল উৎস।

Image Source: Pexels, Pixabay

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় ডায়েটের জন্য অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন।